চাঁপাইনবাবগঞ্জে ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাবের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ভোলাহাট উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
আজ শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ২০০১টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ডিজিটাল ল্যাব এবং ছয় উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জ সদরে সাতটি, শিবগঞ্জে নয়টি এবং নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে চারটি করে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাবের ফলক উন্মোচন করা হয়। সংসদ সদস্য আব্দুল ওদুদ, গোলাম রাব্বানী, গোলাম মোস্তফা, আখতার জাহান এসব নামফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মণ্ডল, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নাচোল উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদের, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন।
এদিকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ভোলাহাটের নামফলক উন্মোচনের সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবদুল ওদুদ, গোলাম রাব্বানী, গোলাম মোস্তফা বিশ্বাস, আকতার জাহান, জেলা প্রশাসক জাহিদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে জানানো হয়, কার্যক্রমের আওতায় ভোলাহাটের ১২৪ বর্গকিলোমিটার এলাকায় ৫০৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণের মাধ্যমে ১৬৯টি গ্রামকে বিদ্যুতায়ন করা হয়েছে। এর মাধ্যমে ২৪ হাজার ৮৫০টি বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ৭৫ কোটি টাকা।