ঢাকার যেসব এলাকায় কাল ১০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

গ্যাসের চুলা। ফাইল ছবি
গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল রোববার (৩০ নভেম্বর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি এ তথ্য জানিয়েছে।
তিতাস বলছে, রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে উত্তরখান, দক্ষিণখান, আশকোনা ও ফায়দাবাদ।
এ সময় সংলগ্ন এলাকায় নিম্নচাপ অনুভূত হতে পারে জানিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।