ভিসা দেওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত : ভারতীয় সহকারী হাইকমিশনার

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, থাইল্যান্ডে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু সেখানে ভারতের ভিসা দেওয়া না দেওয়া সম্পর্কে কোনো আলোচনা হয়নি। তাই ট্যুরিস্টসহ অন্যান্য ভিসা দেওয়ার বিষয়টি ভারত সরকারের সিদ্ধান্ত।
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের সভাকক্ষে স্থানীয় কাস্টমস কর্মকর্তা, পুলিশ, ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, মেডিকেলসহ জরুরি কিছু ভিসা দেওয়া অব্যাহত রয়েছে। আপনাদের ভিসা দেওয়াসহ বিভিন্ন দাবিগুলো আমাদের কর্তৃপক্ষকে জানানো হবে।
মনোজ কুমার আরও বলেন, হিলি স্থলবন্দর অবস্থানগত কারণেই ভারত ও বাংলাদেশের মধ্যে দিন দিন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বন্ধুপ্রতীম দুই দেশে পণ্য আমদানি-রপ্তানিতে যেসব বাধা রয়েছে তা দূর করতে আমরা কাজ করছি। ভারত অংশে রাস্তা প্রশস্তকরণ, উদ্ভিদসংগ নিরোধ কেন্দ্র ও কাস্টমসের উপ-কমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাণিজ্য আরও সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক আগে থেকেই ভালো রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এ এস এম আকরাম, হাকিমপুর থানার ওসি সুজন মিঞা, হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন, হিলি স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল হাকীম মণ্ডল, সাধারণ সম্পাদক হযরত আলী সরদারসহ অনেকে।
এর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রাজশাহী থেকে সড়ক পথে হিলিতে আসলে হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এ এস এম আকরাম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর সহকারী হাইকমিশনার মনোজ কুমার হিলি চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে দেড়ঘণ্টা অবস্থান করে আবার বাংলাদেশে ফিরে আসেন। চেকপোস্টে তিনি বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিকেল সাড়ে ৪টায় তিনি রাজশাহীরর উদ্দেশে রওনা দেন।