বাবাকে ডাক্তার দেখাতে নেওয়ার পথে প্রাণ গেল মেয়ের

ফরিদপুরের মধুখালীতে অসুস্থ বাবাকে ডাক্তার দেখাতে হাসপাতালে নেওয়ার পথে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শুকলা বিশ্বাস (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাবা ও তার আরেক মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শুকলা বিশ্বাস (৩২) মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মনোহর বিশ্বাসের মেয়ে। আহতরা হলেন মনোহর বিশ্বাস (৮৫) ও তার আরেক মেয়ে পারুল বিশ্বাস (৪৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মনোহর বিশ্বাস অসুস্থ ছিল। তার দুই মেয়ে পারুল ও শুকলা তাকে মাইক্রোবাসে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় পৌঁছালে তাদের মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছোট বোন শুকলা বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ হাইওয়ে থানায় হস্তান্তর করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মাইক্রোবাসটি বাম পাশ দিয়ে না গিয়ে ডান পাশের লেনে উঠেছিল। তাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।