গাজায় ইসরায়েলি বোমা হামলায় হাসপাতাল ক্ষতিগ্রস্ত, সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় টানা বোমাবর্ষণ অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। সর্বশেষ খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের বার্ন ইউনিটে বোমা আঘাত হানে। এতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বোমা হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন।
এই হামলার একদিন আগেই ইসরায়েলি বিমান হামলায় গাজা জুড়ে কমপক্ষে ৩৯ জন নিহত হন। খবর আল-জাজিরার।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার ওপর ইসরায়েলের অবরোধ অবসানের আহ্বান জানিয়েছেন। বিশ্বখ্যাত ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, গাজার মোট জনসংখ্যা বর্তমানে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতারে মধ্যস্থতাকারীদের পাঠাবেন। এ ঘোষণা এমন সময় আসে, যখন হামাস মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক এক সেনাকে মুক্তি দেয়।

নেতানিয়াহুর কার্যালয় জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ আরও বিস্তারের পরিকল্পনা স্থগিত থাকবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫২ হাজার ৮৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জন আহত হয়েছেন।
সরকারি মিডিয়া অফিসের মতে, ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া হাজারো মানুষ নিখোঁজ ও মৃত বলে ধারণা করা হচ্ছে, যার ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি।