নাইজেরিয়ার স্বর্ণের খনিতে বন্দুকধারীদের হামলা, নিহত ২৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি এলাকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়ার কান্ট্রি ডিরেক্টর ইসা সানুসির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।খনি ইউনিয়নের কর্মকর্তা ইয়াহায়া আদামু গোবিরাওয়া এএফপিকে বলেন, শনিবার (২৬ এপ্রিল) জামফারা রাজ্যের মারু স্থানীয় সরকার এলাকার গোবিরাওয়ার চালি গ্রামে ‘ভারী...