সুদানে আরএসএফের গোলাবর্ষণে নিহত অন্তত ৭, আহত ৭১

সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে তীব্র গোলাবর্ষণ করেছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে অন্তত ৭ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে। খবর এএফপির।
স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) শহরের পশ্চিমাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে আঘাত হানে আরএসএফ।
নিরাপত্তা ঝুঁকির কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একটি মেডিকেল সূত্র জানিয়েছে, হামলায় গুরুতর আহত হওয়ার কারণে অনেক মানুষ হাসপাতালে পৌঁছাতে পারছেন না। ফলে এই হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
এল-ফাশের হলো দারফুর অঞ্চলের সর্বশেষ বড় শহর, যা এখনো সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এটি দখল করতে পারলে আরএসএফ দারফুরের পাঁচটি রাজ্যেরই রাজধানী নিয়ন্ত্রণ করবে।

জাতিসংঘের তথ্য মতে, এই শহরের প্রায় ৩ লাখ বাসিন্দা এক বছরেরও বেশি সময় ধরে খাবার ও পানির তীব্র সংকটে ভুগছেন। এই নতুন হামলা চলমান সংঘাতকে আরও তীব্র করেছে। বেসামরিক মানুষের দুর্ভোগকে চরম পর্যায়ে নিয়ে গেছে।