আদালতে শুনানি শেষে যা বললেন শাজাহান খান

রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এই আদেশ দেন। এদিন সকালে শাজাহান খানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপরে তার উপস্থিতিতে শুনানি হয়।
শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় শাজাহান খান বলেন, ‘ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশিদিন টিকবে না।’
সাংবাদিকদের উদ্দেশে শাজাহান খান বলেন, ‘আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।’
এ সময় এক সাংবাদিক শাজাহান খানকে বলেন, ‘দল তো নিষিদ্ধ হয়ে গেলো। এখন নির্বাচন কীভাবে করবেন? জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সুযোগ যখন পাব, তখন ইনশাআল্লাহ করবো। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো।’
নথি থেকে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।