৪ লাখ মসজিদের বিশাল নেটওয়ার্ককে অবজ্ঞা করে এগিয়ে যাওয়া কঠিন : আহমাদুল্লাহ

দেশের চার লাখ মসজিদের বিশাল অবকাঠামো, নেটওয়ার্ক ও সম্ভাবনাময় জনশক্তিকে অবজ্ঞা করে এগিয়ে যাওয়া খুবই কঠিন বলে মন্তব্য করেছেন ইসলামিক ব্যক্তিত্ব, জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ। আজ বুধবার (১৪ মে) রাত ৭টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
শায়খ আহমাদুল্লাহর ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো—
‘এদেশের শহর-গ্রামে, পহাড়-সমতলে মানবদেহের শিরা-উপশিরার মতো প্রায় চার লাখ মসজিদের বিশাল বড় নেটওয়ার্ক ছড়িয়ে আছে। সব রাজনৈতিক দল কিংবা সরকারি অফিসের সংখ্যাও হয়ত এত বড় নয়। চার লাখ মসজিদে অন্তত আট লাখ ইমাম-মুয়াজ্জিন রয়েছেন। এই বিশাল বড় নেটওয়ার্ক এবং জনশক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র বহুবিধ বেনিফিট (সুবিধা) অর্জন করতে পারে।
সরকার এই জনবল ব্যবহার করে দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, নাগরিক সেবা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, বিবাহ, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ সমাজ কল্যাণমূলক অনেক কাজ করতে পারে।
ধর্মীয় আবেগ ও অনুভূতি এই মাটির বাস্তবতা। মসজিদ এবং আলেমদের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা কাজে লাগাতে পারলে সমাজ ও রাষ্ট্র নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে যাবে।

এর জন্য সবার আগে প্রয়োজন সরকারের সদিচ্ছা। পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণসহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করলেই এটা বাস্তবায়ন করা সম্ভব।
চার লাখ মসজিদের এই বিশাল অবকাঠামো, নেটওয়ার্ক ও সম্ভাবনাময় জনশক্তিকে অবজ্ঞা করে একটা দেশের এগিয়ে যাওয়া খুবই কঠিন।’