জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল

জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’র ১৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার। ছবি : এনটিভি
জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’র ১৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে ২৩ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী নতুন কমিটির ঘোষণা দেন।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেলের নাম ঘোষণা করেন নাসিরুদ্দিন পাটোয়ারী।
এছাড়া বাকী নামগুলো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আছেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন। এছাড়াও উপস্থিত আছেন দলের অন্যতম নেতা হান্নান মাসুদ।