শ্রীনগরে অগ্নিকাণ্ডে ‘স্বৈরাচারের দোসরদের’ সংশ্লিষ্টতা থাকতে পারে : মীর সরফত আলী সপু

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসস্তূপ পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। আজ শুক্রবার (১৬ মে) দুপুর ১২টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু জানান, এই অগ্নিকাণ্ডে সর্বোচ্চ দুই থেকে চারটি দোকান পুড়তে পারত, কিন্তু বাস্তবে ৬০-৭০টির মতো দোকান পুড়ে যাওয়া ঘটনাটিকে সন্দেহজনক বলে মনে হচ্ছে।
সরফত আলী সপু আরও বলেন, ‘স্বৈরাচার চলে গেলেও স্বৈরাচারের দোসররা এখনও সক্রিয় রয়েছে। এই অগ্নিকাণ্ডে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাচ্ছি।’
এ সময় মীর সরফত আলী সপু প্রশাসনের প্রতি আহ্বান জানান, ঘটনার পেছনের কারণগুলো খুঁজে বের করে দোষীদের বিচারের আওতায় আনা হোক।