প্রিমিয়ার ব্যাংকের সাবেক এমডিসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৪৭৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রানা আব্দুল্লাহ আল মাহমুদ আবসারসহ সাতটি প্রতিষ্ঠানের ১৬ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ রোববার (১৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার সাতটি প্রতিষ্ঠানের ১৬ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আবেদনের পক্ষে শুনানি করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্যরা হলেন—টিএনজি গ্রুপের চেয়ারম্যান শাহিদা হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ম্যাক্সিম এক্সপো এ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, অলিম্পিক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম কিবরিয়া, পরিচালক মো. গোলাম মাওলা মজুমদার, রেদওয়ান বিন কিবরিয়া, রিফাত বিন কিবরিয়া, টিআরজেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হারুন অর রশীদ, নাসিমা রশীদ, খান টেক্স ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর সেলিম, পরিচালক লুবনা কবীর সেলিম, পরিচালক, সিফাত হোসেন খান, ডুকাটি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. খায়ের মিয়া।
দুদকের আবেদনে বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপক রানা আব্দুল্লাহ আল আবসার এবং অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর জোগসাজশে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের নামে ৪৭৮ কোটি টাকা তছরূপের অভিযোগ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে তাদের দ্বারা পাচারকৃত অর্থ পুনরূদ্ধার করা দূরহ হয়ে পড়বে। তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য বিদেশ গমন বন্ধ করতে নিষেধাজ্ঞা অতীব জরুরি।