নিজের বক্তব্য নিয়ে দুদকে হাজির সালাউদ্দিন তানভির

ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (সাময়িক বরখাস্ত) গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের জন্য দুদকের ডাকে সাড়া দিয়ে নিজের বক্তব্য প্রদানের জন্য আজ বুধবার (২১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে উপস্থিত হয়েছেন তিনি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গণসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ ও এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছিল গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে গত ২১ এপ্রিল তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয় এনসিপি।