চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নিহত

নিহত গাফফার আলী ওরফে আকাশ। ফাইল ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেন থেকে পড়ে গাফফার আলী ওরফে আকাশ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়রামপুর রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাফফার আলী জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন।
জানা গেছে, আকাশ অফিস শেষ করে বিকেলে চুয়াডাঙ্গা থেকে কপোতাক্ষ ট্রেনে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি জয়রামপুর রেল স্টেশনের কাছে পৌঁছালে তিনি চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।