গভীররাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার গভীররাতে ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে এ ভূমিকম্প হয়। দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভারতের মণিপুরে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৫.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায় ভূপৃষ্ঠের ৪৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা ভূকম্পন অনুভূত হয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।