ব্লকবাস্টার ‘সাইয়ারা’ কোরিয়ান সিনেমার নকল?

বক্স অফিসে বাজিমাত করেছে মোহিত সুরির ‘সাইয়ারা’। মুক্তির পর থেকেই আয়, অভিনয়, গানের প্রশংসায় মুখর দর্শক। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হলো না—দর্শকের চোখে ধরা পড়েছে এক অস্বস্তিকর মিল। সিনেমার একের পর এক দৃশ্য নাকি অবিকল মেলে ২০০৪ সালের কোরিয়ান মেলোড্রামা ‘এ মোমেন্ট টু রিমেম্বার’এর সঙ্গে!
টুইটার আর ইউটিউবের ঘাড়ে ভর দিয়ে এই অভিযোগ এখন ভাইরাল। কেউ কেউ তো তুলনা করে তুলনা ভিডিও বানিয়েই ফেলে দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, আলঝেইমার আক্রান্ত প্রেমিকার স্মৃতি হারানোর কাহিনি, প্রেমিকের অসহায়তা, স্মৃতির নরম দৃশ্য থেকে শুরু করে ক্লাইম্যাক্সে প্রেমিকা দৌড়ে পালিয়ে যাচ্ছে—সবই হুবহু। এমনকি চায়ের কাপ রাখার ভঙ্গিও এক!
যদিও এখন পর্যন্ত নির্মাতা মোহিত সুরি বা প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মস এ নিয়ে একটি কথাও বলেননি। অনেকে বলছেন, এটা ‘অনুপ্রেরণা’, কেউ বলছেন ‘রিমেক না হলেও রিপ্লে’। তবে সবচেয়ে মজার কথা হলো—এই বিতর্কের একটুও প্রভাব পড়েনি সিনেমার বক্স অফিসে। বরং বিতর্কের আগুনে যেন আরও ছুটছে সাইয়ারা এক্সপ্রেস।
‘সাইয়ারা’ ৭ দিনের মধ্যে বিশ্বের সমস্ত আয় হিসাব মিলিয়ে ২৫০ কোটি ছাড়িয়ে গেছে, যা এটিকে এ বছরের অন্যতম ব্লকবাস্টার ফিল্মে পরিণত করেছে।