সবুজবাগে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাফল্যের ২৩ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে রাজধানীর সবুজবাগের বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কে বর্ণিল আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এনটিভির দর্শক-শ্রোতাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এনটিভির জন্মদিন পালন করা হয়।

এর আগে রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে বর্ণিল আয়োজনে কেক কেটে জন্মদিনের শুভক্ষণ উদযাপন করে এনটিভি পরিবার। প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা, এনটিভির ব্যবস্থাপনার পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ মজুমদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন, এহসানুল হক জোবায়ের, নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।