বক্স অফিসে ৫ দিনে কত আয় করল ‘মেট্রো ইন দিনো’

অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ গত শুক্রবার মুক্তির পর থেকেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। চারটি ভিন্ন জুটির গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি সম্পর্কের গভীরতা খুঁজে পাওয়ার গল্প বলে। সমালোচকদের মতে, এই সিনেমাটি মনের উপর গভীর প্রভাব ফেলবে। সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।
স্যাকনিল্ক ডট কমের রিপোর্ট অনুযায়ী, পাঁচ দিনে সিনেমাটি ২০ কোটি টাকার বেশি আয় করেছে। মেট্রো ইন দিনো‘র বক্স অফিসের সর্বশেষ আপডেট অনুসারে, মেট্রো ইন দিনো মঙ্গলবার প্রেক্ষাগৃহে ২.৯ কোটি টাকা আয় করেছে। এটি সোমবারের আয়ের চেয়ে সামান্য বেশি। সোমবার সিনেমাটি ২.৫ কোটি টাকা আয় করেছিল। সিনেমাটির উদ্বোধনী সপ্তাহে মোট ১৬.১৭ কোটি টাকা আয় করে। এখন পর্যন্ত সিনেমাটির মোট সংগ্রহ ২২.১৫ কোটি টাকা।
সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে, তাই দেখার বিষয় সিনেমাটি সপ্তাহের দিনগুলোতে তার গতি ধরে রাখতে পারবে কি না এবং দ্বিতীয় সপ্তাহে এসে পাবে কি না। সঙ্গে মেট্রো ইন দিনো সিনেমাটি হলিউডের জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের-এর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি।
‘মেট্রো ইন দিনো’ ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাইফ ইন আ মেট্রো’র সিকুয়েল। তারকাখচিত অভিনয়শিল্পীদের মাধ্যমে আধুনিক যুগের একাধিক বয়সের জুটিদের, একাধিক গল্প একত্রিত করে তৈরি। টি-সিরিজ ফিল্মস ও অনুরাগ বসু প্রোডাকশন্স প্রযোজিত এই সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম।
এতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি, অনুপম খের-সহ আরো অনেকে।