চাঁদা দাবি করায় পুলিশ কনস্টেবলসহ সহযোগী আটক

পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে চাঁদা দাবি করা কনস্টেবলসহ তার সহযোগীকে আটক করেছে স্থানীয়রা। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আজ রোববার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশের এসআই পরিচয় দেওয়া কনস্টেবল হলেন মিজানুর রহমান (২৬) আর তার সহযোগী ভুয়া পুলিশ কনস্টেবল হলেন শরিফুল ইসলাম (৩০)। কনস্টেবল মিজানুরের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে আর শরিফুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পেলকুজোত গ্রামে।
কনস্টেবল মিজানুর ও তার সহযোগী শরিফুল তিন কিশোরকে জুয়া খেলার অভিযোগে আটক করে পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেন। এ সময় এক কিশোরকে হাতকড়া পরাতে গেলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকেই ধরে ফেলে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, কনস্টেবল মিজানুরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং বিভাগীয় ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুয়া কনস্টেবল শরিফুলের বিরুদ্ধেও মামলা হচ্ছে।