নিয়োগকর্তা যেতে বললে অবশ্যই চলে যাব : শিক্ষা উপদেষ্টা
শিক্ষার্থীদের করা পদত্যাগের দাবির মুখে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, তার নিয়োগকর্তারা যদি তাকে চলে যেতে বলেন, তাহলে তিনি অবশ্যই চলে যাবেন। আজ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সি আর আবরার বলেন, ‘আমার পদত্যাগ চাওয়া হয়েছে। নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।’ তিনি আরও বলেন, ‘আমার নিয়োগকর্তা রয়েছেন। তারা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, আমাকে যেতে বললে অবশ্যই চলে যাব। এখানে আক্ষেপ করার, নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।’
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না।’