নির্বাচন ছাড়া দেশের সমস্যা দূর হবে না : মুশফিকুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, আমাদের পার্শ্ববর্তী বড় দেশ আমাদের মঙ্গল কামনা করে না। আমাদের মঙ্গল আমাদের নিজেদের চাইতে হবে। আর সেই মঙ্গল আসবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। নির্বাচন ছাড়া দেশের সমস্যা দূর হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কসবা উপজেলায় লিফলেট বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মুশফিকুর রহমান এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, নির্বাচন ছাড়া দেশের সমস্যা দূর হবে না। যতই চেষ্টা করা হোক না কেন, নির্বাচন বানচাল করা কঠিন হবে। অন্তর্বর্তী সরকারও স্থিতিশীলতা আনতে পারছে না।
গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে মুশফিকুর রহমান বলেন, বিএনপি চায় সর্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচিত হোক। জনগণের কথা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক। আমরা যদি জয়ী হই আলহামদুলিল্লাহ। অন্য কেউ জয়ী হলেও তাকে স্বাগত জানাব।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, কার্যকরী সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী, সাবেক সহসভাপতি মো. আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল ও সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর।