মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে এসে তার পরিবার ও স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল। রোববার (২৭ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে যান তারা।
প্রতিনিধি দলের পক্ষ থেকে নিহত মাহতাবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান (পিএসসি) এবং মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া।
উইং কমান্ডার আতিক হাসান বলেন, বাংলাদেশ বিমানবাহিনী এবং বাহিনীপ্রধানের পক্ষ থেকে আমরা মাহতাবের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা শোকাহত। সারাদেশের মানুষ যে দোয়া করেছেন, সে জন্য কৃতজ্ঞ। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত চলছে। নিহত ও আহতদের পরিবারকে যেসব সহযোগিতা করা হচ্ছে, তা আইএসপিআরের মাধ্যমে জানানো হবে।
নিহত মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, সারাদেশের মানুষ আমার ছেলের জন্য দোয়া করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই, আমার সন্তান যেন শহীদের মর্যাদা পায়।
গত ২১ জুলাই দুপুরে স্কুল ছুটির আগ মুহূর্তে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকে আহত হন। আহতদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্র মাহতাব রহমান ভূঁইয়ার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চতুর্থ তলার আইসিইউতে টানা চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে মাহতাব মারা যায়। ওইদিন রাতেই তাকে গ্রামের বাড়ি দেবিদ্বারের উখারী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।