ধনাগোদা তালতলী হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২৫ ডিসেম্বর

ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের পুনর্মিলনীকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এটি চাঁদপরের মতলব (উত্তর) থানার একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই পুনর্মিলনীকে স্মরণীয় করে রাখতে বর্ণিল আয়োজনের সব প্রস্তুতির কাজ চলছে ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। অনুষ্ঠান সামনে রেখে আবেগাপ্লুত প্রাক্তন শিক্ষার্থীরা।এরইমধ্যে চলছে নিবন্ধনসহ জোরালো প্রস্তুতি।
এই অনুষ্ঠানটি উদযাপিত হবে ১৯৭৪ সালের ব্যাচ থেকে শুরু করে অদ্য বৎসর ২০২৫ ব্যাচ পর্যন্ত। অর্থাৎ ৫২টি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান তারিখ নির্ধারিত হয়েছে চলতি বছরের আগামী ২৫ ডিসেম্বর। এদিন হাজারো প্রাণের উল্লাসে হবে নবীন প্রবীণদের মিলনমেলা।
পুনর্মিলনী অনুষ্ঠান উৎযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন চলছে অনলাইন ও অফলাইনে। আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে চাইলে এই লিংকে প্রবেশ করে ফরম পূরণ করে সাবমিট করুন।