কলেজিয়েট স্কুলের ১৯০ বছরপূর্তি উদযাপনে শোভাযাত্রা ২৫ জুলাই

দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজিয়েট স্কুল তাদের ১৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (২৫ জুলাই)। ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত করছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনব্যাপী উৎসব।
শুক্রবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। শোভাযাত্রায় অংশ নেবেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। ব্যানার, ফেস্টুন, ব্যান্ড শো ও ঐতিহ্যবাহী পরিবেশনায় মুখর থাকবে স্কুল প্রাঙ্গন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অন্তবর্তীসরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাসোসিয়েশনের সভাপতি পানি ও জলবায়ু বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এছাড়া উপস্থিত থাকবেন স্কুলের সাবেক প্রধান শিক্ষকগণ ও বিশিষ্ট প্রাক্তন ছাত্ররা।