বর্ণাঢ্য আয়োজনে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তি উদযাপন

রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন বিদ্যাপীঠটির নবীন ও প্রবীণ ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের প্রাঙ্গণ।
আজ শুক্রবার (২৫ জুলাই) ভোর থেকেই সারা দেশ থেকে এসে প্রাক্তন ছাত্ররা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। দীর্ঘদিন পরে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ হওয়ায় এক বর্ণাঢ্য পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের স্থানে সাবেক ও বর্তমান ছাত্ররা একে অপরের সঙ্গে পরিচয়সহ নানা বিষয় নিয়ে আলাপচারিতায় মেতে ওঠেন।
অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র ও অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন ছাত্র ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ হারুন অর রশিদ। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিব উল্লাহ খান ও ইঞ্জিনিয়ার ফেরদৌস আহমেদ রিয়াদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর রাজধানীর মাইলস্টোন স্কুলের হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। ১৯০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৫০০ নবীন ও প্রবীণ ছাত্র অংশ নেন।