দিতির জন্য মিমের প্রার্থনা

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন আরেক অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মিম এ আহ্বান জানান।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার বলেন, ‘তিনি (দিতি) আমার অন্যতম প্রিয় ব্যক্তিত্ব ও অভিনেত্রী। বর্তমানে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। বন্ধুরা, দয়া করে প্রার্থনা করবেন, যেন তিনি দ্রুত সুস্থ ও নিরাপদে আমাদের মধ্যে ফিরতে পারেন। স্রষ্টা তাঁর সহায় হোন।’
ঈদের কয়েক দিন আগে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দিতি। তাৎক্ষণিকভাবে ঢাকায় চিকিৎসা করালেও উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এ তথ্য জানা গেছে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের ফেসবুক স্ট্যাটাসে।
গুলজার ওই স্ট্যাটাসে লিখেছেন, ‘সবার প্রিয় শিল্পী দিতির ব্রেন টিউমার হয়েছে। আগামীকাল (২৮ জুলাই) তাঁর অপারেশন, চেন্নাইয়ের এমআইওটি হসপিটালে। বন্ধুরা, সবাই দিতির জন্য দোয়া করবে, সে যেন সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে পারে।’
খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন দিতি। তবে অসুস্থতার বিষয়ে গণমাধ্যমের সামনে কিছু না বললেও কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন তিনি।
অবশেষে শনিবার দুপুরে একটি ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয় দিতিকে। তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে লামিয়া, কানাডাপ্রবাসী ছেলে দীপ্ত ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার ।