ফের কলকাতার সিনেমায় চঞ্চল, হচ্ছেন ঋতুপর্ণার নায়ক

‘পদাতিক’ দিয়ে কলকাতার দর্শকদের মন কাড়ার পর এবার চঞ্চল চৌধুরী যুক্ত হচ্ছেন সেখানকার ‘ত্রিধরা’ শিরোনামে নতুন এক সিনেমায়। এই সিনেমায় প্রথমবার পর্দা ভাগ করবেন ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে। আরও থাকছেন কৌশিক গাঙ্গুলী। পরিচালনায় অমিতাভ ভট্টাচার্য।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ত্রিধরা’ তিন ভিন্ন মানুষ আর তিনটি জীবনের গল্প। যেখানে ২৫ বছর আগের এক প্রেম হঠাৎ এসে হাজির হয় বর্তমান জীবনে। বদলে যায় সবকিছু—মানুষ, সম্পর্ক, পরিস্থিতি।
তবে এখনো সবকিছু চূড়ান্ত নয়। চঞ্চল চৌধুরী জানিয়েছেন বলেন, ‘আমাদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। গল্পটি ভালো লেগেছে। তাই আগ্রহ প্রকাশ করেছি। তবে পুরো পরিকল্পনা এখনো হয়নি। সবকিছু ব্যাটে–বলে মিলে গেলে কাজটি করব।’
ঋতুপর্ণা সেনগুপ্তও জানালেন, তিনিও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। তবে অভিনয়শিল্পীদের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে।
দুই বাংলার সম্পর্কের টানাপোড়েনে বহুদিন ধরেই বন্ধ ছিল শিল্পীদের একসঙ্গে কাজ করা। এবার আবার সেই পথ খুলছে। এই জুনেই জয়া আহসান শুটিং শুরু করেছেন কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’তে। আর এখন এল চঞ্চলের কলকাতার নতুন সিনেমার খবর।
ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ আর ‘ইনসাফ’—এই দুটি সিনেমায় খুব বেশি সময় পর্দায় ছিলেন না চঞ্চল, কিন্তু যেখানে ছিলেন, সেখানেই আলো ফেলেছেন।