বিটিভিতে মাসজুড়ে ‘৩৬ জুলাই’

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিটিভির পর্দায় শুরু হচ্ছে বিশেষ আয়োজন ‘৩৬ জুলাই’। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিন এই আয়োজনে থাকছে ইতিহাস, প্রতিবাদ, বিসর্জন আর জয়ের ধারাবাহিক গাথা।
বাংলাদেশ টেলিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জুলাই থেকে শুরু হচ্ছে দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’, যার প্রতিটি পর্ব তুলে ধরবে ২০২৪ সালের ঐতিহাসিক সেই সময়ের ঘটনাপ্রবাহ—যেখানে ছাত্র-জনতার রক্তে রাঙা হয়েছিল রাজপথ, দাবি উঠেছিল সরকারি চাকরিতে কোটা বাতিলের, এবং বাংলার আকাশে উচ্চারিত হয়েছিল বাংলা ব্লকেড এর শ্লোগান।
এই প্রামাণ্য অনুষ্ঠানটি নির্মিত হয়েছে ২০২৪ সালের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া বাস্তব ঘটনাবলি অবলম্বনে। প্রযোজনায় রয়েছেন খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন।
প্রচার হবে বিটিভিতে প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
এ ছাড়া বিটিভিতে জুলাই মাসজুড়ে থাকবে আরও কিছু বিশেষ অনুষ্ঠান আলোচনা পর্ব, একক ও দলীয় সংগীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’,
থাকছে একটি বিশেষ থিম সং ও, যা ধারণ করবে ঐ সময়ের প্রতিবাদের সুর।