অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন আর নেই
‘নিপ/টাক’ আর ‘চার্মড’-এর মতো জনপ্রিয় সিরিজের অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে বুধবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। খবর বিবিসির
তার স্ত্রী কেলি পানিয়াগুয়া এক বিবৃতিতে বলেন, “জুলিয়ান জীবনের প্রেমে পড়েছিল। পরিবার, বন্ধু, কাজ আর ভক্ত—সবকিছুই সে ভালোবাসত। সে চাইত, যত বেশি সম্ভব মানুষের জীবনে আনন্দ এনে দিতে।”
‘চার্মড’ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বিশ্বজোড়া খ্যাতি পান ‘নিপ/টাক’-এ প্লাস্টিক সার্জন ড. ক্রিশ্চিয়ান ট্রয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রে অভিনয় করে গোল্ডেন গ্লোব মনোনয়নও পান তিনি। সহ-অভিনেতা ডিলান ওয়ালশ বলেন, “আমরা একসঙ্গে অনেক হাসেছি। ওর মৃত্যুতে আমি ভীষণ মর্মাহত।”
ম্যাকমাহন ‘ফ্যান্টাস্টিক ফোর’ ছবিতে ডক্টর ডুমের ভূমিকায় অভিনয় করেন, এবং ‘এফবিআই : মোস্ট ওয়ান্টেড’ সিরিজে তিনটি মৌসুমে কাজ করেছেন। এই সিরিজের প্রযোজক ডিক উলফ তার মৃত্যু নিয়ে বলেন, “এটা একদম অপ্রত্যাশিত খবর।”
প্রাক্তন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের ছেলে জুলিয়ান, পরে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য রেসিডেন্স’-এ একজন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী হিসেবেও অভিনয় করেন।
জীবদ্দশায় তিনি তিনবার বিয়ে করেন। তার প্রথম স্ত্রী ছিলেন অস্ট্রেলিয়ান গায়িকা-অভিনেত্রী ড্যানি মিনোগ, কাইলি মিনোগের বোন।