মধ্যরাতে থানায় কেন ১ ঘণ্টা ছিলেন গায়ক নোবেল?

রাজধানীর কল্যাণপুর এলাকায় উবার চালকের সঙ্গে মারধরের ঘটনায় জড়িয়ে পড়লেন গায়ক মাইনুল আহসান নোবেল। এ অভিযোগে শনিবার (১৯ জুলাই) গভীর রাতে তাকে মিরপুর মডেল থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রায় ঘণ্টাখানেক পর আবার তাকে ছেড়ে দেওয়া হয়।
একাধিক গণমাধ্যমকে পুলিশ জানায়, নোবেলের সঙ্গে এক উবার চালকের তর্ক-বিতর্ক শুরু হলে তা ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে থানায় নেওয়া হয়। তবে থানার দাবি, নোবেল তখন মদ্যপ ছিলেন—এমন কোনও আচরণ তাদের চোখে পড়েনি।
তবে একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য ভিন্ন। তারা জানান, মধ্যরাতে নোবেল প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় যান, সঙ্গে ছিলেন এক নারী। গন্তব্যে পৌঁছেও তিনি গাড়ি থেকে নামতে চাননি। উল্টো চালকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন, করতে থাকেন অস্বাভাবিক আচরণ ও গালিগালাজ। একপর্যায়ে চালককে মারধরও করেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নোবেল বা তার পক্ষ থেকে এখনো এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।