শাকিবের ঈদের সিনেমার নাম ‘প্রিন্স’, সিয়ামের ‘রাক্ষস’

দেশের শীর্ষ নায়ক শাকিব খান আগামী ঈদে যে সিনেমা করতে যাচ্ছেন সেই সিনেমার নাম ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। আনুষ্ঠানিক ঘোষণার আগেই সর্বপ্রথম এনটিভি অনলাইন এই খর প্রকাশ করে জানিয়েছিল, সিনেমাটিতে ঢাকার নব্বই দশকের আলো-আঁধারি ইতিহাস ধরা পড়বে। যেখানে প্রাধান্য পাবে ঢাকার কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীর এর কিছু বাস্তব ঘটনা।
এই খবর প্রকাশের পর বিবৃতি দিয়ে সিনেমাটির নাম ও গল্প অস্কীকার করেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। নতুন খবর হচ্ছে, এই নামেই সিনেমাটি নির্মিত হচ্ছে, তবে নামের সঙ্গে যুক্ত করা হয়েছে একটি শব্দ; সিনেমাটি চূড়ান্ত নাম হতে যাচ্ছে ‘প্রিন্স: ওন্স আপন আ টাইম ইন ঢাকা’।
অন্যদিকে, চলতি বছরের ঈদে ‘বরবাদ’ সিনেমা করেই আলোচনায় আসেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। কথা ছিল একই প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আসন্ন ঈদেও শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন তিনি। তবে হুট করে প্রয়োজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, আসন্ন ঈদে শাকিব খান নয় অন্য নায়ককে নিয়ে সিনেমা নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। মিডিয়া পাড়ায় গুঞ্জন, আসন্ন ঈদের জন্য শাকিবকে নিয়ে পিওর রোমান্টিক সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন হৃদয়। তবে সেই গল্প পছন্দ হয়নি নায়কের। আর সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
গণমাধ্যমে খবর এসেছে, শাকিবের সেই ‘না’ করা গল্পে রাজি হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে মেহেদী হাসান হৃদয় এই খবর অস্কীকার করেছেন।
তবে এনটিভি অনলাইন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জেনেছে, পরিচালক মেহেদী হাসান হৃদয় সিয়াম আহমেদকে নিয়েই ঈদের জন্য পিওর রোমান্টিক সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। যে সিনেমার নাম রাখা হয়েছে ‘রাক্ষস’। সিনেমাটিতে নায়িকা হিসাবে দেখা যেতে পারে প্রার্থনা ফারদিন দীঘিকে।