গরমে ত্বকে গোলাপ জল ব্যবহারে কী কী উপকার পাওয়া যাবে?

চড়া রোদে গরমে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। ট্যান পড়া ছাড়াও গরম ত্বকের হাজার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয়। এই মৌসুমে তাই ত্বকের চাই বাড়তি যত্ন। তবে গরমে সানস্ক্রিন ত্বকের যত্নের শেষ কথা নয়। ত্বক সতেজ রাখতে তাই ভরসা রাখতে পারেন গোলাপ জলে। এই গরমে ত্বকে গোলাপ জল ব্যবহার করলে কী কী উপকার পাওয়া যাবে?
ত্বকে জেল্লা ফেরাতে কার্যকর
গরম ত্বক খুব নিষ্প্রাণ দেখায়। গোলাপ জল ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করে। ভ্যাপসা গরমেও ত্বকের জেল্লা ধরে রাখতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। বেশি তাপমাত্রায় ত্বক ভিতর থেকে শুকিয়ে যায়। তার উপর চড়া রোদ তো আছেই। গোলাপ জল ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে। গোলাপ জলে তুলা ভিজিয়ে মাঝে মাঝে মুখে বুলিয়ে নিতে পারেন। ত্বক সতেজ দেখাবে।
জ্বালাপোড়া কমাতে কার্যকর
বাইরে বেরোলেই কড়া রোদে ত্বক পুড়ে যাচ্ছে। ‘সানবার্ন’-এর জ্বালা, অস্বস্তি কমাতে গোলাপ জল সত্যিই দারুণ কার্যকরী। সানস্ক্রিন মেখে রোদে বেরোলেও অনেক সময় ত্বকে জ্বালা হয়। গোলাপ জল ব্যবহার করলে অনেকটা স্বস্তি পাওয়া যাবে।
টোনার হিসেবে
রূপচর্চার প্রধান ধাপগুলোর মধ্যে অন্যতম টোনিং। অনেকেই বাজারচলতি নানা টোনার ব্যবহার করেন। তবে এই গরমে কেনা টোনারের পরিবর্তে ব্যবহার করতে পারেন গোলাপ জল। টোনার হিসেবে গোলাপ জল খুবই ভালো। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত এবং স্পর্শকাতর, গোলাপ জল দিয়ে টোনিং করলে ত্বকে মসৃণ, নরম এবং কোমল হবে।
ব্রণ কমাতে সহায়ক
গরমে ত্বকে ব্রণের সমস্যা বেড়ে যায়। তাই ব্রণ কমাতে অন্য কোনো প্রসাধনীর পরিবর্তে ব্যবহার করে দেখতে পারেন গোলাপ জল। কারণ গোলাপ জলে রয়েছে অ্যান্টিব্যাক্টিরিয়াল উপাদান, যা ব্রণ কমাতে সাহায্য করে। তা ছাড়া এই সময় ঘামও হয় প্রচণ্ড। গোলাপ জল ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখে।