শিল্পী এস এম সুলতান : নতুন নিরিখে

এস. এম সুলতান আমাদের  চিত্রশিল্পের ইতিহাসে এমনই একজন সিদ্ধসন্তান, যিনি বুনো আগাছার মতো জন্ম নেয়া মনুষ্যজীবনের অন্তর্গত শক্তিকে তুলে আনতে পেরেছেন বলিষ্ঠ মেধায়। কৃষকের সন্তান লাল মিয়া। শিল্পী জীবনে হয়ে গেলেন এস এম সুলতান। দোর্দণ্ড প্রতাপের সাথে যুদ্ধ করলেন জীবনের সঙ্গে, প্রতিকূল পরিবেশের সঙ্গে। জয়ী হলেন। মাথা উঁচু করে পরাক্রমশালী সুলতানের মতোই ফিরে এলেন জন্মভূমির কাছে। সব মোহ, লোভ, সম্পদ, পরাভূত...