ক্ষমতার কাছে সত্য কথা বলার সাহস রাখবে এনটিভি

২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করায় এনটিভিকে অভিনন্দন। বিগত দিনে অনেক বাধা বিপত্তির মধ্যদিয়ে এনটিভি চেষ্টা করেছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য— এটা আমাদের মানতে হবে।
আমরা আগামীর স্বাধীন বাংলাদেশে স্বাধীন মিডিয়া দেখতে চাই। আশা করব, এনটিভি সাহসিকতার সাথে বাংলাদেশের জনগণের স্বার্থ তুলে ধরবে। গণতন্ত্রের রাজনীতি ও গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার জন্য তারা তাদের কথাগুলো তুলে ধরবে।
স্পিক ট্রুথ টু দ্য পাওয়ার— ক্ষমতার কাছে সত্য কথা বলার সাহস এনটিভি রাখবে, সেটা আমরা আশা করছি।
লেখক : স্থায়ী কমিটির সদস্য, বিএনপি