আগামীর এনটিভিকে কেমন দেখতে চাই
নতুন বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এনটিভি

২২ বছর পেরিয়ে এনটিভি আজ এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। নতুন বাংলাদেশ মানে শুধুই অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং চিন্তা-চেতনার এ নবযাত্রায় তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, সাহস ও মানবিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথেয়। সেই তরুণদের ভাবনা, সংগ্রাম, স্বপ্ন ও সাফল্যের গল্পগুলো পৌঁছে দিতে এনটিভি প্রতিশ্রুতিবদ্ধ আরও প্রাণবন্ত, অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী গণমাধ্যম হয়ে ওঠার।
স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি নিয়ে নতুন বাংলাদেশের তরুণদের ভাবনা, এনটিভির কাছে তাদের প্রত্যাশা--
সত্যনিষ্ঠ সাংবাদিকতা, নতুন প্রযুক্তির ব্যবহার ও সাহসী প্রশ্ন তোলার মাধ্যমে নতুন বাংলাদেশের, নতুন প্রজন্মের প্রাণের সংবাদমাধ্যম হয়ে উঠুক এনটিভি। কণ্ঠস্বর হয়ে উঠুক জনগণের, কোনো শাসকের নয়। সেই সঙ্গে তরুণ প্রজন্মের কর্মক্ষেত্র হিসেবেও সম্ভাবনার দুয়ার হোক এনটিভি। শুভকামনা নিরন্তর।
রুবিনা জাহান তিথী
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষা, গবেষণা, রাজনীতি, অর্থনীতি, সামরিক খাত, কূটনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ একাধিক বিষয়ে সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।
দেশের বিভিন্ন জেলার সংবাদ পাঠকদের কাছে দ্রুত খবর পৌঁছানোর জন্য এনটিভির একটি দারুণ উদ্যোগ আমাদের চোখে পড়েছে। সেটি হলো এনটিভি অনলাইন। এ ছাড়াও একজন গণমাধ্যমকর্মী হিসেবে এনটিভির অনেক কর্মীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি দেখেছি তারা জ্ঞানে, মননে সমৃদ্ধ ও দক্ষ।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক নিপীড়নের শিকার হয়েছে টেলিভিশন চ্যানেলের মালিকসহ অন্যরা। সেই দুঃসহ সময় পেরিয়ে নতুন বাংলাদেশে ২৩তম বছরের অভিযাত্রায় এনটিভি। আমি মনে করি এনটিভি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ও গণতন্ত্রের অভিযাত্রায় সঙ্গী হবে। আগামী দিনে গণমাধ্যমের স্বাধীনতা এবং অপতথ্য প্রতিরোধের লড়াইয়ে এনটিভি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
এনটিভি সাংবাদিকতাকে একটি সম্মানজনক ও মর্যাদাবান পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে গণমাধ্যমকর্মীদের সাহায্য করবে বলেও প্রত্যাশা করি। প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভিতে কর্মরত সকল পর্যায়ের কর্মী, ক্যামেরা পারসন, বিজ্ঞাপনদাতা, মালিক ও ব্যবস্থাপনা পরিষদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
মেহেদী মামুন
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নতুন বাংলাদেশের বাস্তবতায়, যেখানে পরিবর্তন ঘটছে প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে— সেখানে এনটিভির ভূমিকা গতিশীল ও তারুণ্যমুখী। বিশ্বস্ত সংবাদ ও তথ্যের আলো ছড়িয়ে বাংলাদেশের গণমাধ্যম জগতে ২২ বছরেও এনটিভি অম্লান।
বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী সংবাদ এনটিভিতে প্রচারের মাধ্যমে তরুণ দর্শকদের চিন্তাশীল ও তথ্যসমৃদ্ধ করে তোলা জরুরি। পাশাপাশি ভুয়া খবর ও গুজব থেকে জনসাধারণকে রক্ষা করতে তথ্য যাচাই বিভাগ গঠন করা প্রয়োজন। স্কুল-কলেজ পর্যায়ে মিডিয়া সচেতনতা ও সাংবাদিকতা বিষয়ক ওয়ার্কশপের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ ও অংশগ্রহণে এনটিভি ভূমিকা রাখা উচিত। নারী নেতৃত্ব ও গ্রামীণ উদ্যোক্তাদের সংগ্রামকে সামনে এনে তাদের গল্প দেশের মানুষের মাঝে ছড়িয়ে দিলে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে। যেমন- নারীর ক্ষমতায়নের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করা।
প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে ‘এনটিভি টেক’ তরুণ প্রজন্মের জন্য সময়োপযোগী তথ্য সরবরাহ করে, যেমন নতুন গ্যাজেটের রিভিউ বা স্টার্টআপ উদ্যোগের কাহিনি।
এ ছাড়া ‘এনটিভি নাটক’ ও শর্ট ফিল্ম ইউটিউব সিরিজ তরুণ নির্মাতাদের জন্য সুযোগ তৈরি করে, যারা নতুন ধারার গল্প ও ভাবনা উপস্থাপন করে। এর ফলে বিনোদনেও আধুনিকতার ছোঁয়া থাকে।
দীর্ঘ পথচলায় এনটিভি যেভাবে দর্শকদের আস্থা বজায় রেখেছে, আগামীতেও সেই পথ ধরেই তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অহনা শাহরীন
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
তরুণ সমাজকে তথ্যনির্ভর, সংস্কৃতিমনস্ক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এনটিভির অবদান অনস্বীকার্য। আজকের তরুণরা পরিবর্তনের অগ্রদূত। তাদের চিন্তা, সৃজনশীলতা ও কণ্ঠস্বর তুলে ধরার জন্য এনটিভি একটি বলিষ্ঠ প্ল্যাটফর্ম।
নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে এনটিভির সামনে রয়েছে আরও বড় দায়িত্ব। প্রযুক্তি, তথ্যপ্রবাহ ও বৈশ্বিক প্রভাবের এই যুগে গণমাধ্যমের ভূমিকা বদলে যাচ্ছে। তরুণ সমাজের ভাবনা, সৃজনশীলতা, উদ্ভাবন এবং নেতৃত্বের শক্তিকে যদি ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, তাহলে দেশ অনেকদূর এগিয়ে যেতে পারে। তাই ২২ বছরের এই ঐতিহাসিক অর্জনে এনটিভি একটি বলিষ্ঠ, তারুণ্যবান্ধব, সময়োপযোগী গণমাধ্যম হিসেবে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
আশা করি, আগামী দিনগুলোতে এনটিভি আরও উদ্ভাবনী অনুষ্ঠান ও সত্যনিষ্ঠ সংবাদ, গবেষণাভিত্তিক প্রতিবেদন এবং সমাজমুখী সাংবাদিকতার মাধ্যমে তারুণ্যের কণ্ঠস্বরকে শক্তভাবে তুলে ধরবে। এনটিভির পথচলা হবে সত্যনিষ্ঠ, মানবিক এবং প্রযুক্তিনির্ভর বিশ্বমানে আরও সমৃদ্ধ।
এনটিভি এগিয়ে যাক অগ্রগতির পথে, আলোকিত করুক আগামীকে— প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই আমার প্রত্যাশা।
হাবিবুর রহমান সাগর
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়