হুট করে কেন একাদশ থেকে বাদ পড়লেন তানজিম সাকিব?

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে দাপুটে বোলিংয়ে অভিষেক রাঙিয়েছিলেন তরুণ তুর্কি তানজিম হাসান সাকিব। এরপরই বিতর্কিত স্ট্যাটাসে তাকে নিয়ে ওঠে আলোচনা-সমালোচনার ঝড়। আর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে হুট করেই একাদশ থেকে বাদ পড়লেন তিনি। ঠিক কি কারণে একাদশ থেকে বাদ পড়লেন সাকিব?
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে টস করার সময় অধিনায়ক লিটন জানান, এই ম্যাচে খেলছেন না তানজিম সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।
তবে কেন একাদশে নেই সাকিব? জানা গেছে, প্রথম ম্যাচে ৫.৪ ওভার বল করা পেসার তানজিম চোটে পড়েছেন। তবে চোট খুব একটা গুরুতর নয়। তবুও আজকের ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই বিকল্প ভাবনায় দলে ডাকা হয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে। বিশ্বকাপের কথা মাথায় রেখে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে এই সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু তানজিমের চোটে বেশি লম্বা হলো না হাসানের বিশ্রাম।