প্রতিপক্ষ নিয়ে না ভেবে ভালো খেলার বার্তা শান্তর

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হচ্ছে সাদা পোশাকে চলতি বছর বাংলাদেশের মিশন। গত বছর পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের স্মৃতি আছে বাংলাদেশের। দেশের বাইরে হলেও নতুন বছরে সেটি প্রেরণা দেবে দলকে। দল হিসেবে পাকিস্তানের চেয়ে বেশ পিছিয়ে জিম্বাবুয়ে। অন্যদিকে, গত এক দশকে বাংলাদেশও হয়ে উঠেছে সমীহ জাগানিয়া।
আগামীকাল রোববার (২০ এপ্রিল) থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ভালো কিছুর প্রত্যাশা ভক্তদের। জিম্বাবুয়ে তুলনামূলক ছোট দল হওয়ায় আশা আরও বেশি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য ছোট দল বড় দলের ব্যাপার মানতে নারাজ। তার মতে, প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে ভালো ক্রিকেটটা খেলতে হবে।
ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, ‘প্রতিপক্ষ আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে সেভাবে চিন্তা না করে আমার মনে হয় ভালো ক্রিকেট খেলত হবে। যে দলের বিপক্ষেই খেলি, আমাদের ভলো ক্রিকেট খেলার সামর্থ্য আছে। সবাই খেলার জন্য প্রস্তুত আছে। প্রতিপক্ষ যে দলই হোক, গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে আমর সেরাটা খেলতে পারি।’
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল ১০টায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।