ঢাকায় শুরু হয়েছে ফিকি ফুটবল টুর্নামেন্ট

ফরেইন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) আয়োজনে শুরু হয়েছে ফিকি ফুটবল টুর্নামেন্ট-২০২৫। আজ বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ১০০ ফিট এলাকায় নাটমেগ ঢাকার মাঠে এর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদি করিম, ফিকির সভাপতি জাভেদ আকতারসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সিইও ও পরিচালকরা।
১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে টুর্নামেন্টে। সেখান থেকে ৮ দল অংশ নেবে কোয়ার্টার ফাইনালে। পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী ১৬ মে মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।
টুর্নামেন্টে অংশ নিয়েছে— রবি, ফুডপাণ্ডা, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ইডটকো বাংলাদেশ, শেভরন বাংলাদেশ, আমান বাংলাদেশ, গ্রামীনফোন, সিঙ্গার বাংলাদেশ, সিটি ব্যাংক, বায়ারকর্প সায়েন্স, বারাকা পাওয়ার, বাংলালিংক, ডিএইচএ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, ইউনিলিভার বাংলাদেশ ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন।
ফিকি সভাপতি ও ইউনিলিভারের চেয়ারম্যান জাভেদ আকতার বলেন, ‘সবাই এই টুর্নামেন্টের জন্য ভীষণ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। খেলার মাধ্যমে সবার সঙ্গে সৌহার্দ্য বাড়বে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।আশা করি, টুর্নামেন্টটি সবাই উপভোগ করবেন।’
ফাহাদ করিম বলেন, ‘এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য ফিকিকে ধন্যবাদ। ফুটবল এখন এগিয়ে যাচ্ছে। আমরা সামনের দিনেও এই কালচার কীভাবে ধরে রাখা যায় এবং আরও উন্নত করা যায়, সেদিকে নজর দেব।’