টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা অস্ট্রেলিয়া ও দ. আফ্রিকার

প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চলেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ হিসেবে আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী ১১ জুন থেকে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে শুরু হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় ফাইনাল।
ফাইনালের এখনও প্রায় এক মাস বাকি। সময় হাতে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের হাতেই দায়িত্ব দিয়েছে অসিরা। প্রোটিয়াদের দায়িত্বও নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার হাতে। অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছেন ১৬ জন, দক্ষিণ আফ্রিকা স্কোয়াড দিয়েছে ১৫ জনের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার শীর্ষে থেকে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩-২০২৫ চক্রে ১২ ম্যাচে ৬৯.৪৪ পার্সেন্টেজ পয়েন্ট প্রোটিয়াদের। ১৯ ম্যাচে অস্ট্রেলিয়ার পার্সেন্টেজ পয়েন্ট ৬৭.৫৪।
অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, স্যাম কন্সটাস, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, উসমান খাজা, বেউ ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জস ইংলিস, ব্রন্ডন ডগেট, জস হ্যাজেলউড, ম্যাথু কুনেমান, মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড বেডিংহাম, টনি ডি জর্জি, করবিন বচ্, মার্কো জেনসেন, সিনুরান মুত্থুসামি, উইয়ান মাল্ডার, কাইল ভেরেয়েইন, রায়ান রিকেলটন, ক্রিস্তান স্টাবস, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনগিডি লুঙ্গি।