আইপিএল শুরু হতে আবারও বাধা, সমস্যা কোথায়?

আট দিনের বিরতির পর আজ শনিবার (১৭ মে) থেকে আইপিএল শুরু হওয়ার কথা। কিন্তু, শুরুর আগে ফের বাধা এসেছে। তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
এবারের সমস্যা কোনো সহিংসতা নয়। ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারী বৃষ্টিপাতের শঙ্কা থাকায় এই অনিশ্চয়তা। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের বরাতে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন জানাচ্ছে, বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হতে পারে রাতে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
টসের সময় থেকেই শুরু হতে পারে বৃষ্টি। ম্যাচ শুরুর সময় বৃষ্টি হওয়ার শঙ্কা ৬৩ শতাংশ। ঘণ্টাখানেক পর যে হার বেড়ে হবে ৭১ শতাংশ। রাত ১০টার বৃষ্টি কমলেও তখনও ৪০ শতাংশ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে অ্যাকুওয়েদার। রাত ১১টায় সেটি কমে হবে ৩৪ শতাংশ।
নিয়ম অনুযায়ী, দুদল অন্তত ৫ ওভার করে না খেললে সেই ম্যাচের ফলাফল আসবে না। চিন্নাস্বামী স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় ম্যাচ সংশ্লিষ্টরা আশা করছেন, খেলা একেবারে পণ্ড হবে না। যদিও তারা জানিয়েছেন, প্রকৃতির ওপর কারও হাত নেই। ফলে, মেনে নিতে হবে যেকোনো কিছু।