মলটেনের সঙ্গে বাফুফের চুক্তি, বছরে পাবে ৪ হাজার ফুটবল

দেশের ফুটবলে যে জাগরণ তৈরি হয়েছে, তাতে আগ্রহ দেখাচ্ছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো। প্রথমবারের মতো বাংলাদেশ দল পেয়েছে জার্সি স্পন্সর। এবার পেয়েছে ফুটবলের জন্য স্পন্সর। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক জাপানি প্রতিষ্ঠান মলটেন করপোরেশনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মতিঝিলে বাফুফে কার্যালয়ে আজ সোমবার (১৯ মে) মলটেনের সঙ্গে বাফুফের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মলটেনের এশিয়া অঞ্চলের প্রধান তাকাশি ওজাকি। বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
চুক্তি প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, ‘মলটেনের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। তারা এই সময়ে প্রতি বছরে আমাদের ৪ হাজার করে ফুটবল সরবরাহ করবে। এর মধ্যে ২ হাজার বল দেবে ফ্রিতে। বাকি ২ হাজারে মূল্যও সর্বোচ্চ ছাড়ে দিচ্ছে। তিন বছরে মোট ১২ হাজার বল পাবে বাফুফে। ক্লাব ও জেলা পর্যায়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্টে এসব বল ব্যবহার করা হবে। মলটেন আমাদের ফ্রিতে যে বলগুলো দেবে, বছরে বাফুফের সাশ্রয় হবে ৫০ লাখ টাকা। তিন বছরে দেড় কোটি। এই টাকা আমরা ফুটবলের অন্য খাতে ব্যয় করতে পারব।’
বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী মলটেন। প্রতিষ্ঠানটির প্রতিনিধি ওজাকি বলেন, ‘বাংলাদেশের ফুটবল এগিয়ে যাচ্ছে। ভালো একটা সময়। আমরা এখানে প্রাথমিকভাবে বল দিয়ে তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। আশা করি, আগামীতে আরও বড় পরিসরে কাজ করতে পারব।’