বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
ধাক্কা সামলে ইনিংস মেরামতের চেষ্টায় বাংলাদেশ

প্রথম দুই উইকেট বাংলাদেশ হারিয়েছে বেশ দ্রুত। ওপেনিংয়ের চিরায়ত সমস্যা থেকে বের হওয়া যায়নি এদিনও। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাল্লেকেলেতে আজ মঙ্গলবার (৮ জুলাই) জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। দুই উইকেট হারানোর পর ইনিংস মেরামতের কাজ করছেন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ আফ্রিদি।
১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো। ১৩ বলে ১৭ রান করে বিদায় নেন তামিম। নাজমুল হোমেন শান্ত ফিরে যান রানের খাতা খোলার আগেই। তাকে বোল্ড করেন দুশমন্থ চামিরা।
স্কোরবোর্ডে ২০ রান জমা হতেই বাংলাদেশ হারায় দুই উইকেট। সেখান থেকে ইমন ও হৃদয় মিলে গড়েন ৪২ রানের জুটি। ৪৪ বলে ২৮ রান করে দুনিথ ভেল্লালাগের বলে ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দেন ইমন।
৬২ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে এখন টেনে নিচ্ছেন হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট ২৮৫ রান তুলেছে শ্রীলঙ্কা।