গ্লোবাল সুপার লিগে আলো ছড়ালেন সাকিব

আগামী কয়েকটা মাস ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান এটা জানা গিয়েছিল আগেই। সেটার অংশ হিসেবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেই দারুণ ব্যাটিং করেছেন তিনি। পেয়েছেন ফিফটির দেখা। বল হাতেও আলো ছড়িয়েছেন সাকিব।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানে তোলে সাকিবের দল। যেখানে বড় অবদান বাংলাদেশি অলরাউন্ডারের। অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এটাই দলের সর্বোচ্চ রানের ইনিংস।
ওপেনিং জুটিতে ভালো শুরু পেয়েছিল দুবাই। কিন্তু সেই জুটি ভাঙার পেই এলোমেলো হয়ে যায় অনেকটা। তবে, আফগান ওপেনার সেদিকুল্লাহ অটল একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন। ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে বিদায় নেন তরুন এই ওপেনার।
এরপর মিডল অর্ডারে দলের হাল ধরেন সাকিব। বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করে ইতিবাচক ব্যাটিংয়ের আভাস দেন তিনি। সেটাই চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। বাকিদের যাওয়া-আসার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ৩৪ বলে হাফসেঞ্চুরি তুলে নেন সাকিব। সবমিলিয়ে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
এরপর বল হাতেও চমক দেখান সাকিব। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার বল করে মাত্র ১১ রান খরচ করে ধরেছেন ৩ শিকার।