প্রথমবারেই ব্রোঞ্জ জিতে দেশে ফিরছে বাংলাদেশ

এশিয়ান কাপ হকিতে গ্রুপ পর্বে দাপট দেখালেও টপ-ফোর পুলে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশার। ফলে খেলতে হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। সেই ম্যাচ জয়ে রাঙিয়েই অনূর্ধ্ব-১৮ উইমেন’স এশিয়া কাপ হকি শেষ করল বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে উড়িয়ে প্রথমবার অংশ নিয়েই ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলার মেয়েরা।
আজ রোববার (১৩ জুলাই) চীনের দাঝুতে স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বড় জয়ে হ্যাটট্রিক উপহার দিয়েছেন আইরিন রিয়া। একবার করে জালের দেখা পেয়েছেন শারিকা রিমন, কনা আক্তার ও রাইসা রিশি।
এর আগে টপ-ফোর পুলে চীনের বিপক্ষে হারের পরে কাজাখস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ফলে স্থান নির্ধারণী ম্যাচও তাদের বিপক্ষে খেলতে হয় আইরিন-শারিকাদের।
অনূর্ধ্ব-১৮ উইমেন’স এশিয়া কাপ হকিতে বাংলাদেশে যাত্রাটা শুরু হয়েছিল বড় ব্যবধানের হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরে পুল পর্ব শুরু করে বাংলার মেয়েরা।
দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের দুই ম্যাচে উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেরা চারের মঞ্চে ওঠার কীর্তি গড়ে লাল-সবুজের জার্সিধারীরা।
টপ-ফোর পুলে অবশ্য কোনো চমক দেখাতে পারেনি বাংলাদেশ। চীনের বিপক্ষে ৯-০ গোলে হারের পর কাজাখস্তানের বিপক্ষে ওই ড্র।