নিষিদ্ধ হতে পারেন মেসি

অস্টিনের কিউ-দ২ স্টেডিয়ামে আজ (২৪ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে অল-স্টার গেম। মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার দল মুখোমুখি হয় মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস দলের বিপক্ষে। এই ম্যাচে এমএলএস অল স্টারস দলের হয়ে খেলার কথা ছিল ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি ও জর্দি আলবার। তবে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় শাস্তির মুখে পড়তে পারেন তারা দুজন।
অল-স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারসকে ৩-১ গোলে হারিয়েছে এমএলএস অল স্টারস দল। এমএলএসের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে অল-স্টারস ম্যাচের বাছাই করা হলে যৌক্তিক কোন কারণ ছাড়া তিনি না খেললে শাস্তি পেতে হবে।
ইন্টার মায়ামি থেকে এমএলএসের অল-স্টারস দলে ছিলেন মেসি ও আলবা। তবে মায়ামির পক্ষ থেকে শেষ মুহূর্তে এমএলএসকে জানানো হয় মেসি ও আলবা এই ম্যাচে খেলবেন না। তাৎক্ষণিকভাবে এর কারণ ব্যাখ্যা করেনি ক্লাবটি।
যে কারণে লিগটির নিয়ম অনুযায়ী এখন এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন মায়ামির এই দুই তারকা। আগামী শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে নাও খেলা হতে পারে এই দুজনের। এমএলএস কমিশনার ডন গারবার অবশ্য এই বিষয়ে এখনই মুখ খুলতে রাজি হননি।
লিওনেল মেসি সর্বশেষ ২৫ দিনে ৯ ম্যাচ খেলেছেন। প্রতিটি ম্যাচই ৯০ মিনিট মাঠে ছিলেন। ক্লাব বিশ্বকাপের সময় অন্যান্য ক্লাব বিরতি পেলেও ইন্টার মায়ামি তা পায়নি। এক টানা খেলার বিষয়টি স্বীকার করে গারবার বলেন, ‘ইন্টার মায়ামির সূচিটা অন্য দলগুলোর মতো ছিল না। বেশির ভাগ দলই ১০ দিনের বিরতি পেয়েছে, যেটা মায়ামি পায়নি।’