জানা গেল কবে মুখোমুখি হবেন মেসি-ইয়ামাল

কোপা আমেরিকা ও ইউরো জয়ী দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয় ফিনালিসিমা। দুই মহাদেশের দুই শ্রেষ্ঠ দল সেরাদের সেরা হতে পরস্পর মুখোমুখি হয়। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ধরে রেখেছে নিজেদের শ্রেষ্ঠত্ব। ইউরো জিতেছে স্পেন। আগামী ফিনালিসিমায় মুখোমুখি হবে দুদল।
লামিনে ইয়ামালের মাঝে লিওনেল মেসির ছায়া দেখেন অনেকে। ১৭ বছর বয়সে যা করে দেখিয়েছেন, তা মনে করিয়ে দেয় পুরোনো মেসিকে। তার ওপর মেসির পদচিহ্ন অনুসরণ করে ইয়ামাল খেলছেন বার্সেলোনাতে। মেসির সঙ্গে তার সম্পর্কটাও অজানা নয় কারও। এবার দুই তারকা মুখোমুখি হতে চলেছেন।
মেসি-ইয়ামালের লড়াই দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফিনালিসিমার সময় অনেকটাই চূড়ান্ত হয়েছে। ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত প্রায় শতভাগ। তবে, তারিখ এখনও নির্ধারিত হয়নি। আর্জেন্টিনা ও স্পেনের ফাঁকা সময়ের ওপর নির্ভর করছে তারিখ। তবে, সম্ভাব্য সময় ধরা হয়েছে ১৭-২৫ মার্চের মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোও।
সর্বশেষ ফিনালিসিমায় ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তাদের সামনে সুযোগ কোপা আমেরিকার মতো এই ট্রফির শ্রেষ্ঠত্ব ধরে রাখা।