রিয়াল মাদ্রিদের নতুন ‘নম্বর ১০’ এমবাপ্পে

লুকা মদ্রিচ রিয়াল ছেড়েছেন ১৩ বছর পর। ক্রোয়াট এই মিডফিল্ডারের বিদায়ের পর রিয়ালের আইকনিক ১০ নম্বর জার্সিটি কার গায়ে উঠতে যাচ্ছে সেটি নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। এখানে আর্দা গুলার ও কিলিয়ান এমবাপ্পের নামটাই সামনে এসেছিল। তবে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘১০’ লিখে ভক্তদের একটা আভাস দিয়েই রেখেছিলেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। শেষ পর্যন্ত মদ্রিচের উত্তরসূরী হিসেবে এমবাপ্পেকেই বেছে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। গতকাল (২৯ জুলাই) রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতে পোস্ট দিয়ে বিষয়টি সমর্থকদের জানিয়েছে ক্লাবটি।
ভিন্ন দুটি পোস্টের একটিতে দেখা যায় লকার রুমে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয়েছে এমবাপ্পের নাম লেখা ১০ নম্বর জার্সিটি। অন্যটিতে আঙুল আকাশের দিকে উঁচিয়ে মুখে উল্টে করে আছেন এমন একটি ছবি, পিঠে সাদা জার্সিতে লিপিবদ্ধ ‘এমবাপ্পে ১০’।
দেশের হয়ে অনেক আগে থেকেই ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নামেন এমবাপ্পে। ২০১৮ ফুটবল বিশ্বকাপও জিতেছেন পিঠে ১০ নাম্বার জার্সির ভার নিয়েই। তবে ক্লাবের হয়ে সবশেষ ১০ নম্বর পড়েছিলেন মোনাকোর হয়ে। এরপর পিএসজিতে ১৪, ১৭ ও ২৯ নম্বর পড়ার পর গায়ে জড়ান নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি।
রিয়াল মাদ্রিদে এমবাপ্পের প্রথম সিজন কেটেছে ৯ নম্বর জার্সি পড়ে। ভিনিসিয়াস জুনিয়র ৭ এবং মদ্রিচের দখলে ছিল ১০ নম্বর জার্সি। মদ্রিচ চলে যাওয়ায় তার উত্তরসূরি এখন এমবাপ্পে। নিজের পছন্দের ক্লাবে পছন্দের জার্সি পড়েই ২০২৫-২৬ মৌসুম শুরু করবেন এই ফরাসি তারকা।
রিয়ালের ১০ নম্বর জার্সির একটা আলাদা ভার রয়েছে। ফেরেঙ্ক পুসকাস, গিওর্গি হ্যাজি, মাইকেল লাউড্রপ, ক্ল্যারেন্স সিডর্ফ, লুই ফিগো, রবিনিয়ো, মেসুত ওজিল, লুকা মদ্রিচ এই জার্সিতে মাঠে নেমেছেন। এবার এমবাপ্পের সুযোগ হল ক্লাবের কিংবদন্তিদের পাশে এবার নাম লেখানোর।
ডিফেন্সিভ মিডফিল্ডার লাসানা দিয়ারা সর্বশেষ ফরাসি খেলোয়াড় হিসেবে রিয়ালের ১০ নম্বর জার্সি পরেন। মাদ্রিদে তার ক্যারিয়ার ততটা উজ্জ্বল ছিলোনা। কিন্তু এমবাপ্পে রিয়ালে নিজেকে প্রমাণ করেছেন এই জার্সি গায়ে জড়ানোর আগেই। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমেই ৫৯ ম্যাচে ৪৪ গোল করে পিচিচি ও ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কারও জিতেছেন এই ফরাসি ফরোয়ার্ড।