নাইজারের পশ্চিমাঞ্চলে দুই গ্রামে হামলায় শতাধিক নিহত

নাইজারের প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি। ছবি : রয়টার্স
নাইজারের পশ্চিমাঞ্চলীয় দুটি গ্রামে ‘সন্ত্রাসীদের’ ভয়াবহ হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছে। উগ্রপন্থিদের ব্যাপক তৎপরতা থাকা তিলাবেরি অঞ্চলে বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। রোববার স্থানীয় মেয়র এ কথা জানান। খবর এএফপির।
উভয় গ্রাম দেখভাল করা তন্দিকিবিন্দি জনগোষ্ঠীর মেয়র আলমোউ হাসানি বলেন, ‘প্রায় ১০০ মোটরসাইকেলে করে আসা ‘সন্ত্রাসীরা’ শনিবার তচমা বানগোউ ও জারুমাদারায়ি গ্রামে ব্যাপক হামলা চালায়।’
মেয়র আলমোউ হাসানি এএফপিকে বলেন, ‘হামলায় তচমা বানগোউ গ্রামে ৭০ জন এবং জারুমাদারায়ি গ্রামে ৩০ জন নিহত হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে সবেমাত্র ফিরলেন বলেও জানান।