পদ ছাড়ছেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

কেলেঙ্কারীর রেশ ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ পদত্যাগ করছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। ইয়েমেনে মার্কিন বিমান হামলার বিষয়ে পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একটি চ্যাট গ্রুপে ভুল করে এক সাংবাদিকে যুক্ত করার ঘটনার পর থেকেই তা নিয়ে শোরগোল শুরু হয়। ওয়াল্টজ ও তার ডেপুটি অ্যালেক্স ওয়ং দুজনই তাদের পদ ছাড়তে যাচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ ও ফক্স নিউজ। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য ওয়াল্টজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে থাকাকালীন প্রথম পদস্থ কর্মকর্তা যিনি তার পদ থেকে সড়ে দাঁড়াচ্ছেন। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই তার মন্তব্য জানাবেন বলে খবর পাওয়া গেছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

গত মার্চ মাসে মাইক ওয়াল্টজ ভুল করে বাণিজ্যিক ম্যাসেজিং অ্যাপ সিগনালের একটি চ্যাট গ্রুপে আটলান্টিক ম্যাগাজিনের প্রধান সম্পাদককে যুক্ত করার পর থেকেই প্রচণ্ড চাপের মুখে ছিলেন। ওই চ্যাট গ্রুপে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পরিকল্পনার বেশ কিছু স্পর্শকাতর তথ্যের আদানপ্রদান হচ্ছিল। এসব তথ্যের মধ্যে কখন হুথিদের বিরুদ্ধে হামলা হবে তার সময়সহ হামলার লক্ষ্যবস্তুর বিষয়ে তথ্য আদানপ্রদান করা হচ্ছিল। এসব তথ্য টেক্সট ম্যাসেজ করা হচ্ছিল হামলার আধা ঘণ্টা আগে।
এই কেলেঙ্কারীর পর শুধু ওয়াল্টজই নন চাপে পড়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী পেট হ্যাগসেথও।