হুতি হামলার জবাবে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই তেল আবিব ইয়েমেনে ৩০টি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী সোমবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) পোস্টে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়েছে, ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েল জানিয়েছে, তাদের বিমানগুলো ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং হোদেইদার পূর্বে অবস্থিত একটি কংক্রিট কারখানায় আঘাত হেনেছে।

তেল আবিবের দাবি, এই কংক্রিট কারখানাটি হুতি বিদ্রোহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘অর্থনৈতিক সম্পদ’ এবং এটি ‘সুরঙ্গ ও সামরিক অবকাঠামো নির্মাণে’ ব্যবহৃত হচ্ছিল।
বিবৃতিতে ইসরায়েল আরও দাবি করেছে, হুতি বিদ্রোহীরা ইরানের দিকনির্দেশনা ও অর্থায়নে ইসরায়েল এবং তার মিত্রদের ক্ষতি করে আসছে।